top of page

সোনার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের

রাতের অন্ধকারে শাটার কেটে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচলের মকদমপুর এলাকায়। এই ঘটনার পরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই দোকানের মালিক সুশীল সাহা দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙা রয়েছে। দোকানে শোকেসের ভেতরে সাজানো চাঁদি ও সোনার সমস্ত অলংকার চুরি হয়েছে। দোকানের ক্যাশবাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। সুশীল সাহার দাদা পাপ্পু সাহা বলেন, গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের শাটার ভেঙে দোকানে মজুত থাকা চাঁদি এবং সোনার অলংকার চুরি করে পালিয়েছে। অলংকার ও নগদ টাকা মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা খোয়া গিয়েছে।



এদিকে, এই ঘটনার পর থেকেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বাসিন্দাদের অভিযোগ, সন্ধে হলেই এলাকায় মদ, জুয়ার আসর বসে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অবিলম্বে পুলিশের নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page