ভোট প্রস্তুতির শুরুতেই তৃণমূলের গোষ্ঠীকলহ প্রকাশ্যে, খোঁচা বিজেপির
বিধানসভা নির্বাচনের প্রস্তুতির শুরুতেই ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। যদিও ঘটনাটি গোষ্ঠী কোন্দল বলে মানতে চাননি জেলা তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে তৃণমূলের সমার্থক শব্দ গোষ্ঠী কোন্দল বলে খোঁচা বিজেপির।
টাকার বিনিময়ে অঞ্চল সভাপতি নির্বাচন হচ্ছে। ব্লক সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়ে জেলা নেতৃত্বকে অভিযোগ জানালেন ব্লক সহ সভাপতি সহ অন্যান্যরা। অভিযোগ, পঞ্চায়েত প্রধান গঠনের সময় আর্থিক লেনদেনের জড়িয়ে পড়েছিলেন ব্লক সভাপতি হবিবুর রহমান। অথচ পুনরায় তাঁকে ব্লক সভাপতি পদে মনোনীত করা হয়। ব্লক সভাপতি মনোনীত হওয়ার পরই অঞ্চল কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন তিনি। অঞ্চল সভাপতি করার নামে টাকা তুলেছেন ব্লক সভাপতি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি হবিবুর রহমান।
জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, উভয়পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এটা শুধু ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। বিজেপির জেলা সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল আর গোষ্ঠী কোন্দল সমার্থক শব্দ। ভোট যত এগিয়ে আসবে তত গোষ্ঠী কোন্দল বৃদ্ধি পাবে তৃণমূল দলে।
[ আরও খবরঃ দায়িত্ব ছাড়ার খবর ষড়যন্ত্র, দাবি মৌসমের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments