top of page

দায়িত্ব ছাড়ার খবর ষড়যন্ত্র, দাবি মৌসমের

জেলা সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার খবর ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন তিনি। শনিবার দুপুরে তৃণমূলের জেলা কার্যালয় নূর ম্যানসনে সাংবাদিক বৈঠক করে জানালেন মৌসম নূর।উল্লেখ্য, কয়েকদিন ধরেই মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মৌসম। বৈঠক এড়াচ্ছেন মৌসম। এধরণের খবর সোশ্যাল মিডিয়ায় ও বেশ কিছু পোর্টালে ঘোরাঘুরি করছিল। সেই সমস্ত প্রতিবেদনের প্রতিবাদে আজ সাংবাদিক বৈঠক ডাকেন মৌসম। তিনি বলেন, তিনি দলেই আছেন। এই সব খবর ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিটিংয়ে তিনি যেতে পারেননি, কারণ তিনি অসুস্থ ছিলেন। তার মানে এটা নয় যে, তিনি দলে থাকছেন না। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন। নেত্রীর নির্দেশ মত কোর কমিটির সদস্যদের নিয়ে দলীয় কর্মীদের নিয়ে কাজ করতে চান তিনি। আগামীতে মালদায় ভালো ফলাফল করবে তৃণমূল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page