top of page

উত্তরবঙ্গের দুয়ারে কোথায় গেল প্রশাসন? চায়ে পে চর্চায় বেরিয়ে মন্তব্য রথীনের

উত্তরকন্যা অভিযান সফল করতে মালদায় আসেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বোস৷ সকালে মালদা শহরের গৌড় রোড মোড়ে চায়ে পে চর্চা কর্মসূচিতে অংশ নেন তিনি৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, যুব সভাপতি শুভঙ্কর চম্পটিয়া সহ সহ অন্যান্য কর্মীরা। এদিনের কর্মসূচিতে বিভিন্ন ইশ্যুতে রাজ্য সরকারকে একহাত নেন রথীনবাবু।



তিনি বলেন, মমতা ব্যানার্জি নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ শুরু করেছেন৷ এদিকে চা বাগানের অবস্থা শোচনীয়৷ চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছে না৷ অনেক চা বাগান বন্ধ হয়ে গিয়েছে৷ বাণিজ্যমন্ত্রী থাকাকালীন নির্মলা সীতারমন চেষ্টা করেছিলেন চা বাগানকে অধিগ্রহণ করার জন্য৷ শিলিগুড়িতে এসে উনি নিজে চা বাগানের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছিলেন৷ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সাতটি চা বাগান অধিগ্রহণ করার৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু চা বাগানের মালিকের সঙ্গে যোগসাজশ করে হাইকোর্টে কেস করিয়ে সেগুলো বন্ধ করে দিলেন৷ তাহলে উত্তরবঙ্গের দুয়ারে কোথায় গেল প্রশাসন? কোথায় গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? উনি যা বলেন সমস্তটা মিথ্যে৷ মানুষকে বিভ্রান্ত করার জন্য উনি এই কাজগুলো করছেন৷ মানুষ ২০১১ সালে ভুল করেছিল৷ মানুষ আবার পরিবর্তন চায়৷ এবার মানুষ সেই ভুলের সংশোধন করবে৷ পশ্চিমবঙ্গের উন্নতির জন্য আগামী ৭ তারিখ উত্তরবঙ্গের মানুষদের দিয়ে আমরা মহা মিছিল করব, প্রতিবাদ করব৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page