top of page

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ শাসকদলের

রাজ্যের ১০৮টি পুরসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বকশি, ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতৃত্বরা।


পার্থ চট্টোপাধ্যায় জানান, জয়ী কাউন্সিলরদের বেশিরভাগকেই প্রার্থী করা হয়েছে। তবে এই পুর নির্বাচনে কোনও বিধায়ক প্রতিদ্বন্দ্বিতা করছেন না। একই পরিবার থেকে একজনকে প্রার্থী হিসেবে লড়াইয়ের সুযোগ দেওয়া হয়েছে। যুব সমাজকেও লড়াইয়ের সুযোগ দেওয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। তবে সেই সমস্ত প্রার্থী তালিকাও দ্রুত ঘোষণা করা হবে। সমস্ত জেলার জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বদের প্রস্তাবিত প্রার্থী তালিকা রাজ্যস্তরে পর্যালোচনা করার পরে চূড়ান্ত প্রার্থী তালিকায় সিলমোহর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা দাস, ২ নম্বর ওয়ার্ডে সুমালা আগরওয়ালা, ৩ নম্বর ওয়ার্ডে কাকলি চৌধুরি, ৪ নম্বর ওয়ার্ডে অশোক সাহা, ৫ নম্বর ওয়ার্ডে সুমিতা ব্যানার্জি, ৬ নম্বর ওয়ার্ডে শিপ্রা রায়, ৭ নম্বর ওয়ার্ডে সুব্রত সর্দার (বরুণ), ৮ নম্বর ওয়ার্ডে সুরজিৎ দাস (বাবন), ৯ নম্বর ওয়ার্ডে পলি সরকার, ১০ নম্বর ওয়ার্ডে দেবব্রত সাহা, ১১ নম্বর ওয়ার্ডে সঞ্জয় দে, ১২ নম্বর ওয়ার্ডে তাপসী দাস, ১৩ নম্বর ওয়ার্ডে কাকলি চৌধুরি, ১৪ নম্বর ওয়ার্ডে শম্পা সাহা বসাক, ১৫ নম্বর ওয়ার্ডে গায়েত্রী ঘোষ, ১৬ নম্বর ওয়ার্ডে উদয় চৌধুরি (গোবিন্দ), ১৭ নম্বর ওয়ার্ডে শুভময় বসু, ১৮ নম্বর ওয়ার্ডে নিবেদিতা কুণ্ডু, ১৯ নম্বর ওয়ার্ডে রুনু দাস, ২০ নম্বর ওয়ার্ডে দুলাল সরকার, ২১ নম্বর ওয়ার্ডে চৈতালি ঘোষ সরকার, ২২ নম্বর ওয়ার্ডে শ্যামাপদ সাহা, ২৩ নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথ তেওয়ারি, ২৪ নম্বর ওয়ার্ডে শুভদীপ সান্যাল, ২৫ নম্বর ওয়ার্ডে কাকলি কর্মকার, ২৬ নম্বর ওয়ার্ডে গৌতম দাস, ২৭ নম্বর ওয়ার্ডে পূজা দাস, ২৮ নম্বর ওয়ার্ডে প্রসেনজিৎ ঘোষ ও ২৯ নম্বর ওয়ার্ডে দেবাশিস ঠাকুর তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


Trinamool-published-candidates-list-in-municipality-election

পুরাতন মালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে রমেশ সাহা, ২ নম্বর ওয়ার্ডে নেপাল হালদার, ৩ নম্বর ওয়ার্ডে দীপ্তি চৌধুরি, ৪ নম্বর ওয়ার্ডে বিশ্বনাথ পাকরাসি, ৫ নম্বর ওয়ার্ডে বশিষ্ট ত্রিবেদী, ৬ নম্বর ওয়ার্ডে রোকেয়া খাতুন, ৭ নম্বর ওয়ার্ডে শত্রুঘ্ন সিনহা বর্মা, ৮ নম্বর ওয়ার্ডে শ্যাম মণ্ডল, ৯ নম্বর ওয়ার্ডে কার্তিক ঘোষ, ১০ নম্বর ওয়ার্ডে ফারহিন নীহার, ১১ নম্বর ওয়ার্ডে অসীম ঘোষ, ১২ নম্বর ওয়ার্ডে শঙ্কু সিনহা, ১৩ নম্বর ওয়ার্ডে রিমি দাস পাল, ১৪ নম্বর ওয়ার্ডে মিনতি ঘোষ, ১৫ নম্বর ওয়ার্ডে চন্দনা হালদার, ১৬ নম্বর ওয়ার্ডে শিবঙ্কর ভট্টাচার্য, ১৭ নম্বর ওয়ার্ডে প্রিয়াঙ্কা চৌধুরি গাঙ্গুলি, ১৮ নম্বর ওয়ার্ডে রূপালি সরকার, ১৯ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ হালদার ও ২০ নম্বর ওয়ার্ডে সাফিকুল ইসলাম তৃণমূলের টিকিট পেয়েছেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page