দেদার বিকচ্ছে বাজারে তেরঙ্গা মাস্ক, অবমাননার প্রশ্ন
top of page

দেদার বিকচ্ছে বাজারে তেরঙ্গা মাস্ক, অবমাননার প্রশ্ন

আর দুই দিন পরেই স্বাধীনতা দিবস। তার আগে মালদা শহরে বিভিন্ন দোকানে দেদার বিকচ্ছে জাতীয় পতাকার রঙে অশোক চক্র আঁকা মাস্ক। এই মাস্ক ব্যবহার নিয়েই জাতীয় পতাকার অবমাননার প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা জুড়ে।


Tricolour Face Masks Amid the Coronavirus Pandemic

জাতীয় পতাকার প্রতীক থাকা মাস্ক বিক্রির তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিশ্বজিৎ রায় জানান, করোনার মরসুমে জাতীয় পতাকার প্রতীকী মাস্ক ব্যবহারে দেশের প্রতি অবমাননা করা হচ্ছে। মাস্ক ব্যবহার করে অনেকেই সেই মাস্ক ফেলে দেবেন। সেক্ষেত্রে জাতীয় পতাকাকে অবমাননা করা হবে। তিনি সাধারণ মানুষের কাছে জাতীয় পতাকার প্রতীকী মাস্ক ব্যবহার না করার আবেদন জানান। প্রয়োজনে এই ইশ্যুতে বিজেপি রাস্তায় নামবে বলেও জানান তিনি।



যদিও বিক্রেতাদের দাবি, তাঁরা মাস্ক বিক্রির সময় ক্রেতাদের বলে দিয়েছেন, তেরঙ্গা মাস্ক ব্যবহার করার পর তাঁরা যেন সেই মাস্ক না ফেলেন। বাড়িতেই যেন সেই মাস্ক রেখে দেন।




মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page