top of page

গাছের তলায় ঠায় বসে রোগী, উদ্ধার করে মেডিকেলে পাঠাল পুলিশ

দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে নিজ উদ্যোগে মালদা মেডিকেল কলেজে ভরতি করে মানবিকতার পরিচয় দিলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে গাজোলে।


The patient is sitting under a tree
খালাসিকে ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায় চালক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি লরি। গুরুতর আহত অবস্থায় খালাসিকে ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায় চালক। দীর্ঘ সময় যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই গাড়ির খালাসি। সকালে স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে ওই খালাসিকে উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। তবে আর্থিক অভাবের কারণে ওই খালাসিকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যেতে পারেননি ওই ব্যক্তি। তিনি প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে হাসপাতাল চত্বরে একটি গাছের তলায় বসিয়ে রেখে চলে যান। এরপর সমস্ত ঘটনা জানতে পারেন গাজোল থানার অফিসার হীরা শেখ। তিনি ঘটনাস্থল থেকে আহত খালাসিকে উদ্ধার করে নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সে মালদা মেডিকেল কলেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। হীরাবাবুর এই উদ্যোগে খুশি এলাকাবাসী।




হীরাবাবু বলেন, পুলিশের কর্তব্য সমাজের সমস্ত মানুষের পাশে দাঁড়ানো। তিনি শুধুমাত্র নিজের কর্তব্য পালন করেছেন।


মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন

Comentarii


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page