হরিশ্চন্দ্রপুরে ১০ কেজি গাঁজা সহ কারবারি গ্রেফতার
১০ কেজি গাঁজা সহ এক কারবারিকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত কারবারিকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কোলহা গ্রামে হানা দেয়। তথ্য অনুযায়ী একটি টোটো আটক করে তল্লাশি চালাতেই বস্তা থেকে উদ্ধার হয় গাঁজা। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম সুমন দাস (২৯)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারডাঙ্গা গ্রামে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, গতকাল রাতে খবর আসে হরিশ্চন্দ্রপুরের ওই এলাকায় গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে হানা দিয়ে ১০ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ ভোটের অর্ধেক আকাশ নারীর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments