শুভেন্দুর গ্রেফতারির দাবিতে পথ অবরোধ টিএমসিপির
পুলিশকর্মীদের হেনস্তা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনই অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। পাশাপাশি ঘটনার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল চাঁচলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
আজ দুপুরে চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। চাঁচলের বিস্তীর্ণ এলাকা পরিক্রমার পর ৮১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোলাম মোস্তাফা।
বাবু সরকার বলেন, গতকাল গায়ের জোর দেখিয়ে পুলিশকে ধাক্কা ও ছাত্র নেতাদের হেনস্থা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই প্রতিবাদে আজকে তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অবিলম্বে ওই বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন তাঁরা।
[ আরও খবরঃ একই রাতে দুটি বাড়িতে চুরি! চাঞ্চল্য বামনগোলায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments