একই রাতে দুটি বাড়িতে চুরি! চাঞ্চল্য বামনগোলায়
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 14, 2022
- 1 min read
বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে পাকুয়াহাট পঞ্চায়েতের টিয়াকাটি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিয়াকাটি গ্রামের বাসিন্দা, শিবনাথ বিশ্বাস পুরো পরিবার নিয়ে রবিবার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওই এলাকার আরেক বাসিন্দা মালতি পণ্ডিতও ওই দিনই একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যান। আজ সকালে ওই দুই পরিবারের সদস্যরা প্রতিবেশীদের ফোনে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখেন বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় পরে রয়েছে। বাড়ির সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। দুই পরিবারের বাড়ি থেকে বেশ কিছু সোনার অলংকার সহ প্রায় নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ পুরভোটে নতুন প্রজন্মই বামেদের বেঁচে থাকার চিরাগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments