কেন্দ্রের বিরুদ্ধে সরব, শহরে তৃণমূলের ধিক্কার মিছিল
top of page

কেন্দ্রের বিরুদ্ধে সরব, শহরে তৃণমূলের ধিক্কার মিছিল

কেন্দ্রীয় সরকারের আইন, জিএসটি-র টাকা ফেরত এবং আমফানে ক্ষতি ৫৪ হাজার কোটি টাকার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি মালদা শহরেও আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার মালদা জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।


TMC takes out rally in English Bazar

আজ দুপুরে ইংরেজবাজারের বিডিও অফিসের সামনে থেকে একটি মিছিল মালদা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে শেষ হয়। সেখানেই অবস্থান-বিক্ষোভে সামিল হন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, ইংরেজবাজারে কো-অর্ডিনেটর দুলাল সরকার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা।





সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র আক্রমণ করেন শাসকদলের নেতৃত্বরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page