top of page

ডাকাতির আগেই পুলিশের জালে সাত দুষ্কৃতী

ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল সাত দুষ্কৃতী। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ বাগবাড়ি এলাকা থেকে সাতজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।


Gang of miscreants caught in English Bazar

ধৃতদের নাম কমল শেখ, পিন্টু গোস্বামী, সুরজিৎ সাহা, মিঠু শেখ, মানোয়ার মোমিন, মতিউর রহমান, আনসারুল শেখ। ধৃতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মিঠু শেখের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। বাকিরা ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে লোহার রড, চাকু সহ ডাকাতির উদ্দেশ্যে ব্যবহার করার সরঞ্জাম। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জমায়েত হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page