top of page

পরাজিত প্রার্থী পেল জয়ীর কেন্দ্রের টিকিট, বিধানসভা বদল জয়ীর

আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাজামূল হোসেন, চাঁচল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পেলেন ইংরেজবাজারের বিদায়ী বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, মালতিপুরে আবদুল রহিম বকশি তৃণমূলের হয়ে লড়াই করবেন। রতুয়া বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূল সুপ্রিমো বিদায়ী বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ওপর ভরসা রেখেছেন। গাজোল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাসন্তী বর্মন, হবিবপুরে লড়াই করবেন সরলা মুর্মু, পুরাতন মালদায় তৃণমূলের টিকিট পেলেন উজ্জ্বল চৌধুরি, মানিকচক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, ইংরেজবাজারের বিদায়ী বিধায়কের স্থানে তৃণমূল সুপ্রিমো ভরসা রেখেছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির ওপর। তৃণমূল সুপ্রিমো সুজাপুর, বৈষ্ণবনগর ও মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে লড়াই করার সুযোগ দিয়েছেন মোহম্মদ আবদুল গনি, চন্দনা সরকার ও সাবিনা ইয়াসমিনকে।



তৃণমূলের প্রার্থী তালিকায় খুব একটা চমক দেখা গেল না এই জেলায়। তবে ইংরেজবাজার ও চাঁচল বিধানসভা কেন্দ্র নিয়ে রাজনৈতিক জল্পনা দেখা দিয়েছে। গত নির্বাচনে ইংরেজবাজার কেন্দ্রে থেকে বাম সমর্থিত নির্দল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিকে হারিয়ে জয়লাভ করেছিলেন। অথচ এবার ইংরেজবাজার থেকে সরিয়ে নীহারবাবুকে চাঁচল বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করার সুযোগ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি ইংরেজবাজার কেন্দ্রে ভরসা রেখেছেন প্রাক্তন মন্ত্রীর ওপরেই।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page