top of page

পণের দাবিতে অ্যাসিড ও কেরোসিন ঢেলে গৃহবধূকে খুনের অভিযোগ

বাবার বাড়ি থেকে পণ না নিয়ে আসায় গৃহবধূর হাত-পা বেঁধে, অ্যাসিড ও কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের জালুয়াবাথাল এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত গৃহবধূর নাম শিউলি বিবি (২৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছয় বছর আগে পেশায় শ্রমিক, সইফউদ্দিনের সঙ্গে বিয়ে হয় শিউলি বিবির। তাঁদের দুই সন্তান। অভিযোগ, কয়েকদিন আগে সইফউদ্দিন বাবার বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য শিউলির ওপর চাপ দিতে থাকে। কিন্তু পণ না নিয়ে আসায় দু’দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। সেই সময় শিউলির হাত-পা বেঁধে অ্যাসিড দিয়ে পুড়িয়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সইফউদ্দিন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় শিউলিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিউলির।



মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page