নিখোঁজ চার কিশোরের সন্ধান পেল পুলিশ
top of page

নিখোঁজ চার কিশোরের সন্ধান পেল পুলিশ

নিখোঁজ চার কিশোরের সন্ধান পেল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার দুপুরে ওই কিশোরদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের উত্তর পিরোজপুর থেকে নিখোঁজ হয়ে যায় চার কিশোর। পরিবারের লোকেরা সন্ধেয় ইংরেজবাজার থানায় মিসিং ডায়ারি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ কিশোররা বীরভূমের লাভপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছে। পুলিশের একটি দল বীরভূমের লাভপুর থেকে চার কিশোরকে উদ্ধার করে মালদায় ফিরিয়ে নিয়ে আসে। শুক্রবার দুপুরে পরিবারের হাতে কিশোরদের তুলে দেওয়া হয়।

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, এই কিশোরদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে তারা পরিবারের লোকদের কিছু না জানিয়ে বীরভূমের আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। ওই কিশোরদের উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।



এক কিশোরের মাসি রেজি খাতুন বলেন, প্রতিদিনের মতো সকালে ওরা খেলার নাম করে বাড়ি থেকে বের হয়। ওই চারজনের মধ্যে একজনের কাছে ৮০ টাকা ছিল। বাকি তিনজনের কাছে ১০ টাকা করে ছিল। জানতে পেরেছি, ওই টাকা দিয়েই নাকি গাড়ি ভাড়া দিয়ে বীরভূমে পিসির বাড়ি চলে গিয়েছিল তারা। পুলিশ তাদের উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page