top of page

আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ সহ ধৃত তিন দুষ্কৃতী

ডাকাতির ছক বানচাল করল মোথাবাড়ি থানার পুলিশ৷ দুটি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে৷ ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


Three arrested with two firearms, fresh ammunition and a sharp weapon
তিন ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, একটি লোহার রড ও একটি হাঁসুয়া৷

গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল পাগলাঘাট এলাকায় হানা দেয়৷ ওই এলাকা থেকে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলে পুলিশকর্মীরা। ওই তিন ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, একটি লোহার রড ও একটি হাঁসুয়া৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আয়েশ শেখ (৩২), এজাবুল শেখ (২৮) ও আজিজুর রহমান (৩২)৷ আয়েশ ও এজাবুল ঝাড়খণ্ডের বাসিন্দা৷ আজিজুরের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে ওই এলাকায় জমায়েত হয়েছিল৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page