আক্রান্ত আরও তিন, আনলকের শুরুতে অশনিসংকেত
top of page

আক্রান্ত আরও তিন, আনলকের শুরুতে অশনিসংকেত

লকডাউন ফোর শেষ হয়েছে। এই সপ্তাহে শুরু হল আনলক ওয়ান। এখন কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র অনেকটাই শিথিল হচ্ছে নিয়মকানুন। কিন্তু তার আগে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান আবার উদ্বেগ বাড়াল। গত ২৪ ঘণ্টায় মালদায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও তিনজন। রাজ্য সরকারের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪২।


রবিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ১০২১টি নমুনার পরীক্ষায় আটজনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। তিনটি মালদা জেলার, আর পাঁচটি উত্তর দিনাজপুরের। আরও ৪৬২টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি। নতুন করে করোনা আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷



মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে মালদা জেলার সাতটি লালারসের নমুনা আসে। সাথে উত্তর দিনাজপুর থেকে একটি এবং দক্ষিণ দিনাজপুর থেকে ৫৫টি নমুনাও জমা হয়। মেডিকেল কলেজের পরীক্ষাগারে ‘ব্যাকলগ’-এর সংখ্যা এদিন ৯৯৭টি। যা আগের দিনগুলির তুলনায় অনেক কমে এসেছে। মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এখন পর্যন্ত ১৫,৮৭৬টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷




বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page