মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপণ যন্ত্র ঘিরে আতঙ্ক মেডিকেলে
top of page

মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপণ যন্ত্র ঘিরে আতঙ্ক মেডিকেলে

প্রতিদিন হাজার হাজার মানুষ পরিসেবা নিতে আসছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অথচ সেই মেডিকেল কলেজের অগ্নি নির্বাপন ব্যবস্থা উত্তীর্ণ হয়েছে সাত মাস আগে। এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন মেডিকেলে পরিসেবা নিতে আসা মানুষজন। সংবাদ মাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেই, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মেডিকেল কর্তৃপক্ষ।


মালদা মেডিকেলে প্রতিদিন হাজার হাজার মানুষ পরিসেবা নিতে আসেন। স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত সেকথা উল্লেখ করেছেন। অথচ সেই মালদা মেডিকেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেডিকেলে অগ্নি নির্বাপণ যন্ত্রগুলির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সাত মাস আগেই। গত আট, নয় মাস ধরে সেসব যাচাই পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে রেহাই নেই। আর মেডিকেলের এমন পরিস্থিতির কথা শুনে আতঙ্কে ভুগছেন রোগী সহ পরিজনরা।


ree

আমির শেখ নামে এক ব্যক্তি জানান, শুনতে পেলাম মেডিকেলের অগ্নি নির্বাপণ যন্ত্রের মেয়াদ নাকি সাত মাস আগেই পেরিয়ে গিয়েছে। যদি তেমনই হয়ে থাকে তবে এটা চিন্তার বিষয়। কারণ, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে রোগীদের পালানো সম্ভব হবে না। সেক্ষেত্রে বড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।


ঘটনাপ্রসঙ্গে মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, মেডিকেলে যদি অগ্নি নির্বাপণ যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তবে নিশ্চিতভাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাফিলতি রয়েছে। বিষয়টি নিয়ে দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে আলোচনা করছি। তদন্তে গাফিলতি পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page