top of page

বকেয়া বেতনের দাবিতে মেডিকেলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতন মেটানোর দাবিতে মেডিকেল সুপারের ঘরের সামনে বিক্ষোভ ট্রমা কেয়ার ভবনের অস্থায়ী কর্মীদের। রোগীদের কথা মাথায় রেখে এখনও কাজ চালিয়ে যাওয়ার দাবি করেছেন বিক্ষোভরত অস্থায়ীকর্মীরা।


কয়েকদিন আগেই বকেয়া বেতন মেটানোর দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন মেডিকেলের হাসপাতাল ভবনের অস্থায়ী কর্মীদের একাংশ। এবার একই অভিযোগ তুলে এবার বিক্ষোভ প্রদর্শন করলেন মেডিকেলের ট্রমা কেয়ার ভবনের অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের দাবি, ট্রমা কেয়ার বিভাগে কর্মরত অস্থায়ী কর্মীরা এখন‌ও অক্টোবর মাসের বেতন পাননি। এই পরিস্থিতিতে তাঁদের সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে।


মেডিকেলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।
মেডিকেলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।

এক অস্থায়ী কর্মী সমর দাস জানান, আমরা গত ২ মাস ধরে বেতন পাচ্ছি না। আমরা নিজেদের বকেয়া বেতনের দাবিতে সুপারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। তবে রোগীদের কথা মাথায় রেখে আমরা এখন‌ও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছি।


মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, মেডিকেলে বিভিন্ন কোম্পানির মাধ্যমে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়। অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন নিয়ে কোম্পানির লোকেদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page