মালদায় করোনার নতুন শিকার তিনজন
গত ২৪ ঘণ্টায় মালদায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও তিনজন।
রবিবার রাত সাড়ে আটটা পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ৫২৮টি নমুনার পরীক্ষায় দুই জেলার মোট ১০ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। এর মধ্যে মালদা জেলায় আক্রান্ত তিনজন। এছাড়াও এদিন দক্ষিণ দিনাজপুরের সাতজন আক্রান্ত হয়েছেন। আরও ১০৪টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ না হওয়ায় রিপোর্ট পাওয়া যায় নি।
নতুন করে করোনার শিকার হয়েছেন কালিয়াচক-১ নম্বর ব্লক থেকে একজন এবং রতুয়া-১ নম্বর ব্লকের একজন। তিন নম্বর টেস্টটি 'রিপিট টেস্ট' অর্থাৎ পুরোনো আক্রান্তের পুনরায় লালারসের পরীক্ষা। নতুন দুই আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে পুরাতন মালদার কোভিড হাসপাতালে ও স্থানীয় জোনাল আইসোলেশন সেন্টারে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷
[ আগের খবরঃ মালদায় অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করোনার ]
মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে মালদা জেলার ১৬৫টি লালারসের নমুনা আসে। সাথে উত্তর দিনাজপুর থেকে ৩৫টি ও দক্ষিণ দিনাজপুর থেকে তিনটি নমুনাও জমা হয়। পরীক্ষাগারে এদিন আর কোনও ‘ব্যাকলগ’ নেই। মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এখন পর্যন্ত ২৬,৫০৩টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে ৫১৭টি নমুনার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।
টপিকঃ #CoronaVirus #CovidPositive
Comments