পুজোর আগে বিপুল পরিমাণ জালনোট সহ গ্রেফতার তিন
এক লক্ষ ৯০ হাজার টাকার জালনোট সহ তিন যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি দল মালদা শহরের আমবাজার এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী তিন যুবকের হেপাজত থেকে এক লক্ষ ৯০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জালনোটগুলি দুই হাজার টাকার। প্রত্যেকটি নোট খুব উন্নতমানের। অনুমান করা হচ্ছে, পুজোর সময়ে উদ্ধার হওয়া জালনোটগুলি বাজারে ছড়িয়ে দেওয়ার ছক কষে ছিল দুষ্কৃতীরা। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। লকডাউনে ইংরেজবাজার থানার পুলিশ প্রায় পাঁচ-ছয় লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন কারবারি।
[ আরও খবরঃ পুজোর ‘নিউ নর্মালে’ পাট চুকেছে চাঁদার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios