top of page

মেডিকেল কলেজে রক্তের দালালচক্রের হদিশ, ধৃত তিন

Updated: Jun 11, 2021

রক্তের দালালচক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন ব্লাড ব্যাংকের গ্রুপ-ডি কর্মী। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


three-arrested-in-blood-racket
ব্লাড ব্যাংকের কর্মীদের সহায়তায় এই চক্র চলছিল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুজিত রায় (৪৫), মলয় কুণ্ডু (৪৪) ও দেবব্রত দত্ত (৪৫)। সুজিতের বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায়। বাকি দু'জন ২ নম্বর গভ: কলোনির বাসিন্দা। আজ সকালে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংক সংলগ্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।


পুলিশসূত্রে জানা গিয়েছে, ধৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্র চালিয়ে আসছে। ব্লাড ব্যাংকের কর্মীদের সহায়তায় এই চক্র চলছিল। সেই অভিযোগ তদন্তে নেমে আজ সকালে পুলিশ ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে। সুজিত রায় ব্লাড ব্যাংকের গ্রুপ ডি কর্মী। ধৃতরা প্রতি ইউনিট রক্ত ২-৩ হাজার টাকায় বিক্রি করত।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page