top of page

করোনার রাঙা চোখে তর্পণের সূর্য ঢাকল মহালয়ায়

করোনা আবহেই এবার পিতৃপুরুষদের আত্মার শান্তিকামনার উদ্দেশ্যে তর্পণ করল মালদা৷ আজ ভোর থেকে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে তর্পণ করার জন্য উপস্থিত হতে শুরু করে শহরবাসী৷ তবে করোনার জন্য এবার তর্পণের অনুষ্ঠান বন্ধ না করা হলেও কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল৷ এবার একসঙ্গে ২৫ জনের বেশি মানুষকে নদীতে নামতে দেওয়া হয়নি৷ ভোর থেকেই মিশন ঘাটে মোতায়েন করা হয়েছিল পুলিশ৷ ছিলেন ইংরেজবাজার পুরসভার কর্মীরা৷ নিজে দাঁড়িয়ে থেকে তর্পণের নজরদারি চালিয়েছেন পুরসভার প্রশাসক৷ এরই মধ্যে তর্পণের জন্য ইংরেজবাজার পুরসভার ব্যবস্থাপনায় খুশি সবাই৷



করোনা আবহে এবার যে মহালয়ার ভোরে মিশন ঘাটে আগের মতো লোকের ভিড় হবে না তা বোঝা গিয়েছিল৷ পিতৃপক্ষের শেষে অনেকেই এবার বাড়িতে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তারই মধ্যে কিছু মানুষ প্রথা অনুযায়ী এদিন নদীতে উপস্থিত হন৷ তাঁদের তর্পণের মন্ত্রপাঠ করান পুরোহিত মানস চক্রবর্তী৷ মানসবাবু জানিয়েছেন, করোনা এবার পিতৃতর্পণেও বাধা হয়ে দাঁড়িয়েছে৷ ভাইরাসের আতঙ্কে অনেকেই এদিন নদীতে আসেননি৷ তাঁরা আগেই তাঁকে জানিয়ে দিয়েছিলেন, করোনার জন্য এবার তাঁরা ঘাটে আসবেন না৷ এতে তাঁর আয় অনেকটাই কমে গিয়েছে৷ অন্যান্যবার তিনি অন্তত দু’হাজার মানুষকে মন্ত্রপাঠ করান৷ এবার সেই সংখ্যাটি ৫০০ হয়নি৷ প্রথম থেকেই করোনা তাঁদের রুজিরুটিতে থাবা বসিয়েছে৷ পুজো-পার্বণ প্রায় বন্ধ৷ আজ মহালয়ার উপার্জনেও করোনা প্রভাব ফেলল৷


এদিকে সকাল থেকেই মেঘলা আকাশে মুখ ঢেকেছিল মালদা। অবশ্য আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই আগে থেকেই। মহালয়ার কাকভোরে এমন মেঘ-বৃষ্টির খেলা ঘাটের পাতলা ভিড়ের দায় শুধু করোনার ঘাড়ে ঠেলতে পারে না। বেলা গড়াতেই বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে শহরে।




ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ বলেন, করোনা আবহে এবার তর্পণে কিছু বাধানিষেধ জারি করা হয়েছিল৷ একসঙ্গে ২৫ জনের বেশি মানুষকে নদীতে নামতে দেওয়া হয়নি৷ ঘাটে কিংবা নদীতে সবাইকে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হয়েছে৷ সেসব দেখাশোনার জন্য একদিকে যেমন পুলিশকর্মীরা কাজ করেছেন, তেমনই পুরকর্মীরাও সেই কাজ করে গিয়েছেন৷ তবে তর্পণের জন্য আমরা গতকালই ঘাট পরিষ্কার করে দিয়েছি৷ আজ সকাল থেকেও ঘাটে পুরকর্মীরা সাফাইয়ের কাজ করে গিয়েছেন৷ আজ ভালোভাবেই তর্পণের অনুষ্ঠান হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page