লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর
ধরমটোলায় লক্ষাধিক টাকার গয়না সহ নগদ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মানিকচকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মানিকচক ব্লকের ধরমটোলার বাসিন্দা মুনমুন কর্মকারের বাড়িতে গতকাল রাতে চুরির ঘটনাটি ঘটেছে। মুনমুন কর্মকার তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাবার বাড়ি বিশনপুরে ছিলেন। বাড়ি ফাঁকা থাকায় দুষ্কৃতীরা বাড়ি থেকে চার ভরি সোনা, কুড়ি ভরি চাঁদি সহ নগদ ১৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments