জুলুমে রাস্তা সাফ হরিশ্চন্দ্রপুরে
দাপটের জন্য এলাকায় জুলুম সিং নামে পরিচিত৷ তাঁর ভয়ে রাস্তায় নোংরা ফেলার জো নেই কারোর। সকাল থেকে সন্ধে ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার রাখতে দেখা যায় এই সিংবাবুকে৷ তবে হরিশ্চন্দ্রপুরবাসীর কাছে তিনি মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুলুম সিংয়ের বাড়ি উত্তর দিনাজপুরের কোনও এক গ্রামে৷ কিন্তু অজ্ঞাত কারণে তিনি দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুরে রয়েছেন৷ তবে হরিশ্চন্দ্রপুরেও তাঁর কোনও স্থায়ী ঠিকানা নেই৷ কখনও কারো বাড়ির ছাউনিতে কখনও বা দোকানের সামনে আশ্রয় নেন তিনি৷ বছরের পর বছর এভাবেই কেটে যাচ্ছে৷ স্থায়ী অস্থায়ী বাজার সহ বিভিন্ন দোকানের সামনে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেন তিনি৷ যত্রতত্র নোংরা ফেললে বকাঝকাও করেন তিনি। সাময়িক রেগে গেলেও পরিষ্কার করে দেন এলাকা। বিনিময়ে হাতে কেউ কখনও টাকাপয়সা গুঁজে দেয়৷ কখনও কেউ হাতে দু’টো খাবার তুলে দেয়৷
বর্তমানে দেশ জুড়ে করোনা আবহে দিন কাটাচ্ছে ১৩৭ কোটি ভারতবাসী৷ ব্যতিক্রম নয় মালদার হরিশ্চন্দ্রপুরও৷ এই পরিস্থিতিতেও নিজের স্বভাব বদলাতে পারেননি সিংবাবু৷ প্রতিদিনই ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করেন তিনি৷ লকডাউনে স্থানীয় লোকজন পথে দেখা না গেলেও ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করতে দেখা যায় সিংবাবুকে৷
[ আরও খবরঃ করোনা রুখতে মহাযজ্ঞে সাংসদ-বিধায়ক ]
স্থানীয় এক দোকানদার কৃষ্ণ দাস জানান, ভবঘুরে জুলুম সিং গত দশ বছর ধরে এভাবেই এলাকা পরিষ্কার করে যাচ্ছেন৷ আমরা সব দোকানদাররা প্রতিদিন তাঁকে খাবার দিয়ে সাহায্য করে থাকি৷ তৃণমূল নেতা বুলবুল খান জানান, অন্যান্য দিনের মতো ইদের দিনেও সকাল থেকে এলাকা পরিষ্কার করতে দেখা গেছে ভবঘুরে জুলুম সিংকে৷ জুলুম সিংয়ের প্রতিদিনের খাবারের ব্যবস্থার পাশাপাশি প্রশাসনের কাছে তাঁর জন্য মাথা গোঁজার আশ্রয়ের আবেদন জানাব৷
Comments