top of page

করোনা রুখতে মহাযজ্ঞে সাংসদ-বিধায়ক

করোনাভাইরাস মোকাবিলায় বৈদিক যজ্ঞ করল জেলা বিজেপি নেতৃত্ব। হবিবপুর ব্লকের আকতৈল গ্রামপঞ্চায়েতের ফলহারিনী কালীমন্দিরে এই মহাযজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু, স্থানীয় বিজেপি নেতা প্রতাপ সিং সহ অন্যান্যরা।



বিজেপি নেতৃত্বের দাবি, ডাক্তার, নার্স, পুলিশ করোনা যুদ্ধ জয় করতে সদা তৎপর। পাশাপাশি করোনা রোধে ঈশ্বরের আরাধনা জরুরি। মহাযজ্ঞের মাধ্যমে মানুষের মধ্যে নতুন শক্তির সঞ্চার ঘটে। সেজন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। জেলা বিজেপি নেতা প্রতাপ সিং বলেন, ভারতে যখনই মহামারী এসেছিল তখন এই বৈদিক যজ্ঞ করেছিলেন ঋষিরা। তাই করোনা মহামারী রোধ করতেও মহাযজ্ঞেই ভরসা রাখতে হচ্ছে। বিধায়ক জয়েল মুর্মু বলেন, করোনা ভাইরাস রোধে মহাযজ্ঞে হয়েছে। মানুষ যাতে মহামারী থেকে মুক্তি পায় সেই প্রার্থনা করা হয়েছে।






টপিকঃ #যজ্ঞ

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page