গ্রেপ্তার অবৈধ অনুপ্রবেশ চক্রের আরও এক পাণ্ডা
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 minute ago
- 1 min read
অবৈধ অনুপ্রবেশ চক্রের এক ভারতীয় পাণ্ডাকে গ্রেপ্তার করল হবিবপুর থানার পুলিশ। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত তরুণের নাম রাজু মণ্ডল ওরফে সুজিত চৌধুরী (২৮)। বাড়ি হবিবপুরের আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি জগজীবনপুর বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এক যুবককে গ্রেপ্তার করে বিএফএফ। বিএসএফের তরফে ওই বাংলাদেশিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি হেপাজতের নিয়ে তদন্তকারী অফিসাররা জানতে পারেন, অবৈধভাবে অনুপ্রবেশের জন্য নির্ঝর রায় নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ওই বাংলাদেশি যুবক। নির্ঝর রায়কে গ্রেপ্তার করে রাজু মণ্ডল নামে আরও এক পাণ্ডার নাম উঠে আসে তদন্তে। এরপরেই গ্রেপ্তার করা হয় রাজু মণ্ডলকে। প্রাথমিক জেরায় রাজু পুলিশকে জানিয়েছে, টাকার বিনিময়ে ওই বাংলাদেশিকে অবৈধভাবে অনুপ্রবেশে সাহায্য করেছিল সে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments