top of page

লকডাউনের রাতে কালীমন্দিরে চুরি ঘিরে চাঞ্চল্য

লকডাউনে নিরিবিলি রাস্তাঘাট। সেই সুযোগকে কাজে লাগিয়ে শনিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী কাবুয়া রোডের ধারে রক্ষাকালী মন্দিরে ঘটেছে চুরির ঘটনা। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্দির থেকে পুজোর সামগ্রী সহ অন্যান্য মূল্যবান সম্পত্তি চুরি হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।


Theft in Rakhya Kalimandir
হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী কাবুয়া রোডের ধারে রক্ষাকালী মন্দির

মন্দির কমিটির সভাপতি হরিকান্ত মাহাতো জানান, শনিবার সন্ধ্যায় মন্দিরের সেবায়েত মন্দির বন্ধ করে বাড়ি চলে যায়। রবিবার সকালে এসে সে দেখে মন্দিরের মূল দরজার তালা ভাঙা।


পুজোর বাসনপত্র, মন্দিরের দুটি ঘণ্টা এবং কিছু মায়ের গায়ের গহনা চুরি হয়ে গিয়েছে। এরপরই হরিশ্চন্দ্রপুর থানায় মন্দিরে চুরির অভিযোগ দায়ের করা হয়। লকডাউনের সুযোগেই কেউ এই মন্দিরে চুরির ঘটনা ঘটিয়েছে। লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা মন্দিরে চুরি করতে পারলে এলাকার বাড়িঘরও সুরক্ষিত নয়।

এদিকে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page