পেটের জ্বালায় আত্মঘাতী নাবালিকা, পরিবারের পাশে দাঁড়াল পুলিশ
top of page

পেটের জ্বালায় আত্মঘাতী নাবালিকা, পরিবারের পাশে দাঁড়াল পুলিশ

আত্মঘাতী নাবালিকার হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান তুলে দিল মালদা জেলা পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশসুপারের দফতরে ওই নাবালিকার পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান তুলেন দেন পুলিশসুপার।



ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের লক্ষ্মীপুরে ওই পরিবারের বসবাস। বাবার মৃত্যুর পর সাত ভাইবোন ও মায়ের দায়িত্বভার কাঁধে তুলেছিল একমাত্র ছেলে। লকডাউনের কিছুদিন আগে পা ভেঙে শয্যাশায়ী হয়ে যায় ভাই। এরপরই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয় দুই নাবালিকা বোন। লকডাউনের ফলে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিল পরিবারটি। অভাব দেখা দিয়েছিল খাদ্যদ্রব্যের। অভাবের ফলে গত ৯ এপ্রিল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দুই নাবালিকা বোন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউনের পরে খাদ্যদ্রব্য জোগাড় করতে না পেরে মানসিকভাবে অবসাদে ভুগছিল দুই বোন। এরপরই তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয়। ছোটো বোনের মৃত্যু হলেও বড়ো বোন প্রাণে বেঁচে যায়। এরপরই জেলাপ্রশাসন ওই পরিবারের দুরবস্থার কথা জানতে পারে। আজ জেলাপুলিশের পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি খাদ্যদ্রব্য অনুদান দেওয়া হয়।

পুলিশসুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ওই পরিবারটির হাতে খাদ্যসামগ্রী সহ সামান্য কিছু আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page