অসহায় চা দোকানির সাহায্যে এগিয়ে এলেন শিক্ষক
কোর্ট চত্বরে চায়ের দোকানটায় কাজের মাঝে আড্ডাস্থল ছিল সাংবাদিকদের। করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ সেই চায়ের দোকান। তারপর থেকেই সমস্যায় ওই চা বিক্রেতা।
অবশেষে ওই চা বিক্রেতার পাশে দাঁড়াল জেলার সাংবাদিক সহ শিক্ষক অজয় বসু। আজ দুপুরে ওই চা বিক্রেতার হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।
দীর্ঘ লকডাউনের পরে খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুশি ওই চা বিক্রেতা। তিনি বলেন, লকডাউন থেকে তাঁর চায়ের দোকান বন্ধ। দোকান বন্ধ থাকায় আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। তাঁর সমস্যার কথা জানতে পেরে এগিয়ে এসেছেন এক শিক্ষক অজয় বসু ও জেলার সাংবাদিকরা। আজ তাঁর হাতে চাল, ডাল, তেল, নুন, বিস্কুট সহ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। এই দুঃসময়ে সাংবাদিক ও অজয়বাবুকে পাশে পেয়ে খুশি তিনি।
অজয় বসু বলেন, সাংবাদিকদের মুখে ওই চা বিক্রেতার দুরবস্থার কথা জানতে পেরেছিলাম। সাংবাদিকদের সঙ্গে নিয়ে আজ তাঁর হাতে কিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।
Comentários