গৌড়বঙ্গের তিন জেলায় বিপুল অংকের বিনিয়োগের সম্ভাবনা, দাবি মন্ত্রীর
- আমাদের মালদা ডিজিট্যাল

- 4 minutes ago
- 1 min read
আগামী দুই বছরে মালদা সহ দুই দিনাজপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এক হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সিনার্জিতে এমনই দাবি করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
সিনার্জি অ্যান্ড বিজনেস ফেলিসিয়েশন কনক্লেভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দপ্তরের প্রতিমন্ত্রী তজমূল হোসেন, দফতরের সচিব রাজেশ পাণ্ডে, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিন জেলার প্রশাসনিক কর্তা সহ অন্যান্যরা।
চন্দ্রনাথ সিনহা জানান, গত দুই বছরে রাজ্য সরকার গৌড়বঙ্গের তিন জেলার শিল্পদ্যোগীদের জন্য ১০ হাজার ৫৭২ কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে৷ মালদা জেলায় মাঝারি ও ক্ষুদ্র শিল্পদ্যোগীর সংখ্যা প্রায় ৭৬ হাজার, উত্তর দিনাজপুরে প্রায় ৫৫ হাজার এবং দক্ষিণ দিনাজপুরে প্রায় ২৭ হাজার। মালদার কালিয়াচকে প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্পে ২ কোটি ৭৬ লাখ টাকায় কমন ফেসিলিটি সেন্টার তৈরি হয়েছে৷ সিল্ক পার্কে দুটি কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা হয়েছে৷ দুটি সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে৷ ইংরেজবাজারের সাট্টারি এলাকায় কার্পেট ক্লাস্টারের জন্য ৩.৫ একর জমি চিহ্নিত করে কাজ শুরু করা হয়েছে।

তজমুল হোসেন জানান, চলতি বছর মালদা সহ দুই দিনাজপুরে প্রায় ৮৯৩ কোটি টাকার শিল্প স্থাপনের প্রস্তাব মিলেছে৷ মালদা জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে৷ আশা করা যায়, সিনার্জির মাধ্যমে মালদা জেলার শিল্প ও কর্ম সংস্থান আরও বাড়বে।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সিনার্জির মাধ্যমে ইচ্ছুক ব্যবসায়ীদের শিল্পস্থাপনে সমস্যার সমাধান করে রাজ্য সরকার। বর্তমানে দেশে জনসংখ্যা বাড়ছে৷ চাকরির ক্ষেত্র সীমিত হয়ে যাচ্ছে৷ এই শিক্ষিত ছেলেমেয়েরা ব্যবসা করতে চাইলে সিনার্জির মাধ্যমে তাঁদের কাছে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments