মালদা মেডিকেলে তৃণমূল নেতার দাদাগিরি, মারধর করে টাকা চাওয়ার অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 2 hours ago
- 1 min read
মদ্যপ অবস্থায় মালদা মেডিকেলে এসে গ্রুপ ডি অস্থায়ী কর্মীকে মারধর করে পাঁচ লক্ষ টাকা দাবির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দেওয়া হলে খুন পর্যন্ত করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এনিয়ে গতকাল রাতেই ইংরেজবাজার থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে মেডিকেল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন অস্থায়ী কর্মীরা। যদিও অভিযুক্ত নেতা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷
অভিযুক্ত তৃণমূল নেতার নাম জয়ন্ত বোস৷ তিনি মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মী৷ তৃণমূলের শ্রমিক সংগঠন, আইএনটিটিইউসির ইংরেজবাজার শহর কমিটির সহকারী সভাপতি৷ তাঁর স্ত্রী পূজা দাস ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, গতকাল রাত একটা নাগাদ জয়ন্ত দলবল নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রুপ-ডি কর্মীদের সুপারভাইজারের অফিসে ঢুকে সাহিম বিশ্বাসকে মারধর করেন।
সাহিম বিশ্বাস জানান, গতকাল রাতে কয়েকজন এসে গেটে ধাক্কা মারতে থাকে৷ আমরা দরজা খুলতেই ওরা ভিতরে ঢুকে প্রথমে আমাদের দু’জনের মোবাইল ফোন কেড়ে নেয়৷ এর পরেই আমাদের হুমকি দিতে শুরু করে৷ কলার ধরে কোম্পানির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসতে বলে৷ অত রাতে তাঁরা কীভাবে অফিসে ঢুকলেন জানি না৷ তবে এই ঘটনায় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি৷

অভিযুক্ত জয়ন্ত বোসের দাবি, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন৷ বেশ কিছুদিন ধরে মালদা মেডিকেলে অস্থায়ী কর্মীদের নিয়োগ নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে৷ এসব নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে আমরা ওদের অফিসে গিয়েছিলাম৷ সেখানে একজন নতুন কর্মী নিয়োগ করা হয়েছে৷ তাকে শুধু বলা হয়েছিল, তাকে কীভাবে নিয়োগ করা হল সেটা যেন নিয়োগকারী সংস্থা জানায়৷ ওই কর্মী আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments