top of page

কৃষ্ণেন্দুর স্ত্রী গুণ্ডা, মন্তব্য সুকান্ত মজুমদারের, পালটা কটাক্ষ কৃষ্ণেন্দুর

ছেলেকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা। অভিযোগের তির উঠেছিল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূলি কাউন্সিলর কাকলি চৌধুরীকে গুণ্ডা বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। স্ত্রীকে অপমানের পালটায় সুকান্ত মজুমদারকে হাফ প্যান্ট মন্ত্রী বলেও কটাক্ষ করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।


গতকাল সোস্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি নেতা কাজল গোস্বামী এই অভিযোগের কথা জানান। যদিও বিজেপি নেতার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন কাকলি চৌধুরি। শনিবার সকালে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ।


সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনাপ্রসঙ্গে সুকান্ত বলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের স্ত্রী গুণ্ডা। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী নিজে ঘরে ভয়ে থাকেন, সেই খবর আমার কাছে আছে। বউয়ের ভয়ে উনি এদিক ওদিক ঘুরে বেড়ান। ওই মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করেন।


ree

স্ত্রীর প্রতি এহেন মন্তব্যের প্রতিবাদে কৃষ্ণেন্দু বলেন, ওনার মুখে আমরাও অনেক ভাষা শুনেছি। উনি আমাকেও করব দেওয়ার কথা বলেছিলেন। আমার স্ত্রীকে গুণ্ডা বলছেন। গুণ্ডার রাজনীতি ওনারা করেন। আমার স্ত্রী যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তবে পুলিশ যা পদক্ষেপ নেবে তার মধ্যে আমরা কেউ মাথা গলাব না। হাফ প্যান্ট মন্ত্রীর মুখে এমন ভাষা মানায় না।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page