top of page

বিএলওর সঙ্গে সহকারী সভাপধিপতি, বিতর্ক চাঁচলে

এসআইআর শুরুতেই বিতর্কে শাসকদল। বুথ লেভেল এজেন্ট ন, বিএলও-র সঙ্গে ঘুরছেন খোদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ছে চাঁচলে। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি।


ঘটনাপ্রসঙ্গে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানান, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বিএলওদের প্রভাবিত করছেন৷ তাঁর এলাকার বিএলও যখন এসআইআর ভেরিফিকেশনের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন তিনি বিএলওদের সঙ্গে ছিলেন৷ তিনি বিএলএ নন৷ আমরা এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছি৷


ree

সহকারী সভাধিপতির পালটা দাবি, বিএলওরা বুথের কাজ করার সময় তাঁদের ছায়াসঙ্গী হিসাবে থাকার জন্য আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েছেন৷ তাঁর নির্দেশ মেনেই কাজ করেছি। চাঁচল বিধানসভা কেন্দ্রের খরবার ১৯১ নম্বর বুথে বিএলও সুন্দরভাবে কাজ করছেন৷ আমাদের লক্ষ্য, কোনও ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায়৷ বিএলওকে আমি সেই আবেদন জানিয়েছি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page