top of page

শহরে লক্ষাধিক টাকার চুরি, তদন্তে পুলিশ

প্রাচীর টপকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


মালদা শহরের ১ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার বাসিন্দা কুণালকান্তি চৌধুরি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছটপুজোয় তাঁরা সপরিবারে তুলসিহাটায় গ্রামের বাড়ি গিয়েছিলেন। আজ সকালেই তাঁরা শহরের ভাড়া বাড়িতে ফেরেন। ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে।


Theft in English Bazar
ছটপুজোয় সপরিবারে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ফিরে দেখেন ঘরের তালা ভাঙা

কুণালবাবু বলেন, দুষ্কৃতীরা নগদ ৪০ হাজার টাকা, একটি কম্পিউটার ও সোনার কানের দুল নিয়ে পালিয়েছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page