বোমা তৈরির মালমশালা বাজেয়াপ্ত, গ্রেফতার দুই
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 25, 2020
- 1 min read
আড়াই কেজি বোমা তৈরির সামগ্রী সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের নাম রাজেশ মণ্ডল (২২) ও লিটন মণ্ডল (২৬)। ধৃতরা বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপনসূত্রে খবর পেয়ে মোটরসাইকেল আটক করে দুই যুবকের হেপাজত থেকে বোমা তৈরির সামগ্রী উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments