রথবাড়ি আন্ডারপাসের গুণগতমান খতিয়ে দেখলেন সাংসদ
রথবাড়ি ও মালঞ্চপল্লি আন্ডারপাস নির্মাণের কাজ খতিয়ে দেখলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। কাজের গুণগতমান খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারদের দ্রুত কাজ শেষ করার জন্য বলেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মালদা শহরবাসীর দাবি ছিল মালদা শহরের মালঞ্চপল্লি ও রথবাড়ি মোড়ে আন্ডারপাস। অবশেষে চলতি বছর সেই কাজ শুরু হয়। কাজ শুরু হতেই দেশ জুড়ে লকডাউন ঘোষণা হয়। এতেই থমকে পড়ে কাজের গতি। আজ সেই কাজের গুণগতমান খতিয়ে দেখতে যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।
তিনি বলেন, মালদা শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রথবাড়ি এবং মালঞ্চপল্লি এলাকায় আন্ডারপাসের। মালঞ্চপল্লি আন্ডারপাস তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু রথবাড়ি এলাকায় আন্ডারপাস তৈরির কাজ চলছে। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। এই নির্মাণকাজের গুণগতমান তিনি খতিয়ে দেখলেন।
Comments