top of page

অপরিচ্ছন্ন শহরের হাত থেকে মুক্তি পেতে পুরসভার সামনে বিক্ষোভ

শহর অপরিচ্ছন্নতা, বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার পুরসভা অভিযানে ৪ নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটি। বুধবার দুপুরে বামফ্রন্ট কর্মীরা মিছিল করে ইংরেজবাজার পুরসভার মূল গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পরে ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়।


অভিযোগ, অল্প বৃষ্টিতেই ৪ নম্বর ওয়ার্ডের সিঙ্গাতলা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পচা জমা জল উপচে পড়ে রাস্তায়। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বেহাল হয়েছে রাস্তাঘাট। অথচ এই বিষয়ে পুরসভার কোনও ভ্রুক্ষেপ নেই। বিষয়গুলি খতিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page