সুষ্ঠভাবে ভোট সম্পন্ন করতে শহরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদা শহরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। রুটমার্চে নেতৃত্ব দেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশসুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় সহ অন্যান্য পুলিশ কর্তারা। আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং সাধারণ ভোটাররা যাতে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে নির্ভয়ে ভোট দান করতে পারেন তা আশ্বাস দেওয়ার জন্যই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করা হচ্ছে।
পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, আজ তারা শহরে রুটমার্চ করে ভোটারদের আশ্বস্ত করেছেন। ভোটদানে তাদের কেউ বাধা দিবে না। নির্ভয়ে সকলে ভোট দিতে পারবেন।
জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, ইতিমধ্যে জেলায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। গত পাঁচ দিন ধরেই তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে। আজ মালদা শহরে রুটমার্চ করা হয়েছে।
[ আরও খবরঃ আগামীকাল গাজোলে যোগী আদিত্যনাথের জনসভা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments