top of page

মাকে কুকথা প্রতিবেশীর, প্রতিবাদ করে আক্রান্ত ছেলে

মাকে অশ্লীল ভাষায় গালিগালাজের প্রতিবাদ করে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন ছেলে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের সুকান্তপল্লী এলাকায়। অভিযুক্ত প্রতিবেশীর নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


The boy attacked by neighbor in English Bazar


আহত ছেলের নাম ধনঞ্জয় মণ্ডল। অভিযোগ, মঙ্গলবার রাত্রে প্রতিবেশী সরা মণ্ডল ধনঞ্জয়ের মাকে অসভ্য ভাষায় গালিগালাজ করছিল। সেই সময় ধনঞ্জয় প্রতিবাদ করলে সরা মণ্ডল তাঁকে বেধড়ক মারধর করে। ঘুসি মেরে তাঁর ঠোট ফাটিয়ে দেয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ধনঞ্জয়কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। বুধবার মেডিকেল কলেজ থেকে ছাড়া পেয়ে ইংরেজবাজার থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ করে সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commenti


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page