রোগীকে বাড়ি নিয়ে যাচ্ছেন পরিজন, কর্মবিরতি সুপার স্পেশালিটিতে
top of page

রোগীকে বাড়ি নিয়ে যাচ্ছেন পরিজন, কর্মবিরতি সুপার স্পেশালিটিতে

মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। গত দু’দিন ধরে হাসপাতালে পরিসেবা বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। পরিষেবা না পেয়ে রোগীকে বাড়ি নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পরিজনদের।


চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা চার বছর ধরে এসআইএস নামক সংস্থার অধীনে কাজ করে আসছেন। ওই কর্মীদের পারিবারিক কিংবা শারীরিক কোনও অসুবিধা হলে ছাড় দেওয়া হচ্ছে না। মাসিক বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। কি কারণে টাকা কাটা হয়েছে তা জানতে চেয়ে কয়েকদিন আগেও পরিসেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। নিজেদের দাবি নিয়ে ফের গত দু’দিন ধরে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধ রেখে কর্মবিরতিতে সামিল হয়েছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে প্রবল সংকটে পড়তে হচ্ছে রোগী ও পরিজনেরা। পাশাপাশি বন্ধ হয়েছে রোগীদের সেবার কাজও। বাধ্য হয়ে রোগী থেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ পরিজনদের।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page