চাঁচলকে পুরসভা করার দাবি, মঞ্চ বেঁধে ধরনা কংগ্রেসের
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে চাঁচলকে পুরসভা করার দাবি নিয়ে ধরনা মঞ্চ কংগ্রেসের। নাটকের মঞ্চ বলে তীব্র কটাক্ষ শাসকদল তৃণমূল ও বিজেপির।
চাঁচলকে পুরসভা, চাঁচল ফুটবল স্টেডিয়ামের পূর্ণাঙ্গ রূপ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন চাঁচল তালতলা এলাকায় একটি ধরনা মঞ্চে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার বিধায়ক আসিফ মেহেবুব, চাঁচল-১ নম্বর ব্লকের ব্লক সভাপতি আনোয়ারুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, চাঁচলকে দু’বার পুরসভা করার কথা ঘোষণা করা হলেও আজ পর্যন্ত তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। একুশের নির্বাচনেও এই হাতিয়ার ব্যবহার করতে চাইছে কংগ্রেস।
[ আরও খবরঃ ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ দেখা হচ্ছে না, বিক্ষোভ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments