ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ দেখা হচ্ছে না, বিক্ষোভ
একাধিক দাবি নিয়ে মিছিল করে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন নিয়ন্ত্রিত বাজারের ক্ষুদ্র সবজি ও কলা ব্যবসায়ী এবং চাষিরা। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা।
আজ দুপুরে রথবাড়ি থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে জেলাশাসকের কাছে জমায়েত হয়। পরে তাঁরা জেলাশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও মালদা নিয়ন্ত্রিত বাজারে জেলার ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসার জন্য শেড বা ঘর দেওয়া হয়নি। যখন তখন তাদের ইচ্ছেমতো উচ্ছেদ করা হচ্ছে। জেলার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আঁতাত করে ওই বাজার থেকে মুনাফা লাভ করছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ দেখা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না। যদি ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করা হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments