গান্ধিজয়ন্তীতে শহরে স্বচ্ছভারত অভিযান
জাতির জনক মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী উপলক্ষ্যে মালদা শহর জুড়ে স্বচ্ছভারত অভিযানে সামিল হল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। আজ সকালে মালদা শহরের সুকান্ত মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত স্বচ্ছভারত অভিযানকে সামনে রেখে রাস্তা সাফ করে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এই কর্মসূচি শেষে জেলা বিজেপির পক্ষ থেকে মূর্তিতে মাল্যদান করে গান্ধিজিকে স্মরণ করে জেলা বিজেপি নেতৃত্ব।
পাশাপাশি এদিন চাঁচলের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও স্বচ্ছভারত কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন এলাকায় পথচলতি মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে এলাকা স্যানিটাইজ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সম্পাদক অমর মণ্ডল জানান, আজ জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস। তাই এই এলাকার যে জায়গাগুলোতে দৈনন্দিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় হয় সেই এলাকাগুলি সাফাই করে স্যানিটাইজ করা হল। পাশাপাশি এলাকার বিভিন্ন মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়েছে।
[ আরও খবরঃ করোনায় কড়িতে টান, পুজোয় তাল কেটেছে মজলিশের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments