নন্দীগ্রামে হারছেন মমতা, মালদায় মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদকের
মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে হারছেন। শুধু সময়ের অপেক্ষা। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ থেকে তা পরিষ্কার হয়ে গিয়েছে। মালদায় কর্মীসভা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পরে তিনি দলীয় প্রার্থী কৌশিক মিশ্রের সমর্থনে কর্মীসভায় যোগ দেন।
তিনি আরও বলেন, নন্দীগ্রামে একটা বুথে দুই ঘণ্টা ধরে বসে থেকে তিনি রাজ্যপালের কাছে সাহায্য চাইলেন। এই রাজ্যপালকে প্রতিদিন কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এখন তাঁর কাছেই সাহায্য চাইছেন। বুথ রিগিং হচ্ছে, ছাপ্পা ভোট হচ্ছে কিন্তু ক্ষমতায় থেকেও তিনি কিছুই করতে পারছেন না। তৃণমূলের ক্ষমতা নেই বিজেপিকে আটকানোর। নন্দীগ্রামের সংযুক্তমোর্চার প্রার্থী সারাদিন পুরো এলাকা ছুটে বেড়িয়ে দুষ্কৃতীদের দমন করেছেন। সংযুক্তমোর্চা এবার ক্ষমতায় আসবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários