বিনা অস্ত্রোপচারে ফের সাফল্য মালদা মেডিকেল কলেজে
top of page

বিনা অস্ত্রোপচারে ফের সাফল্য মালদা মেডিকেল কলেজে

বিনা অস্ত্রোপচারে শিশুর প্রাণ বাঁচিয়ে ফের সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাঁচ বছরের শিশুর শ্বাসনালী থেকে কানের দুল বের করেছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। বর্তমানে ওই শিশু সুস্থ রয়েছেন।


Success again without surgery in Malda Medical College
কানের দুল সুমাইরার শ্বাসনালীতে আটকে যায়

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের মোজমপুরের বাসিন্দা রুবেল শেখের ছোটো মেয়ে সুমাইরা খাতুন (৫) খেলতে খেলতে কানের দুল গিলে ফেলে। সেই কানের দুল সুমাইরার শ্বাসনালীতে আটকে যায়। পরিবারের লোকজন তড়িঘড়ি সুমাইরাকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। গতকাল মালদা মেডিকেলের চিকিৎসকরা বিনা অস্ত্রোপচারে সুমাইরার শ্বাসনালী থেকে কানের দুল বের করেন। বর্তমানে সুস্থ রয়েছে সুমাইরা।


মেয়ে সুস্থ হওয়ায় মেডিকেলের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন সুমাইরার মা নাসরিন বিবি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page