কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মানিকচকে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 29, 2020
- 1 min read
ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচকে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রীর নাম কাবেরী মণ্ডল (১৮)। বাড়ি মানিকচকের নাজিরপুর অঞ্চলের হরিপুরে। কাবেরী মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। আজ সকালে বাড়ি পাশের একটি আম গাছ থেকে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কাবেরীর মাথায় সিঁদুর থাকায় তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। পরিবার সূত্রে জানা গেছে, কাবেরীর সঙ্গে স্থানীয় যুবক অমিত মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। কাবেরীর বাড়ির লোকজন সেই সম্পর্ক মেনে নিলেও অমিতের বাড়ির লোকজন সেই সম্পর্ক মানতে রাজি হয়নি। গতকাল কাবেরীর জন্মদিন ছিল। কাবেরী বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করার জন্য বাড়ি থেকে বেরোয় রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
[ আরও খবরঃ করোনা পরীক্ষায় অনীহা জেলা স্বাস্থ্যদপ্তরের! ]
গ্রামবাসীদের অনুমান, হয়তো গতকাল কাবেরী ও অমিত বিয়ে করে। কিন্তু পরবর্তীতে কি ঘটনা ঘটে তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments