নিমগাছে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত
top of page

নিমগাছে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত

গ্রামের কিছু মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে এক ছাত্রকে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুরের কাহালা গ্রামে৷ এই ঘটনা ঘিরে আজ সকাল থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়৷ পুলিশ কোনোক্রমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়৷ এই ঘটনায় দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের দাদা৷ ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ৷



মৃত ছাত্রের নাম আল করিম সাঁই (১৭)৷ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল সে৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে গ্রামে মাদকের আসর বসাচ্ছে এলাকারই কিছু যুবক৷ ফলে গ্রামের পরিবেশও নষ্ট হচ্ছে৷ এনিয়ে গত ২৬ অগাস্ট গ্রামের দুই যুবক রয়্যাল শেখ ও ফায়েল শেখকে বাধা দেয় গ্রামেরই বেশ কয়েকজন যুবক৷ প্রকাশ্যে ব্রাউন শুগার সেবন করায় তারা রয়্যাল ও ফায়েলকে মারধরও করে৷ অভিযোগ, এরপর নিজেদের দলবল নিয়ে এসে প্রতিবাদকারীদের উপর চড়াও হয় রয়্যালরা৷ এসব নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল ওই এলাকা৷ গতকাল এনিয়ে গ্রামে সালিশি সভা বসে৷ গভীর রাত পর্যন্ত চলে সভা৷ সভা শেষে সবাই বাড়ি চলে যায়৷ রাত তিনটে নাগার করিমের বাবা আশু শেখ গ্রামবাসীদের জানান, তিনি তাঁর ছেলের খোঁজ পাচ্ছেন না৷ গ্রামের সবাই করিমকে খুঁজতে বেরিয়ে পড়ে৷ অবশেষে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির পাশেই একটি নিমগাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷




পুলিশে দায়ের করা অভিযোগপত্রে করিমের দাদা হাসান সাঁই জানিয়েছেন, ২৬ তারিখের পর থেকে আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল রয়্যাল ও ফায়েল৷ এর আগে তারা আমাকে মারধরও করে৷ শেষ পর্যন্ত গতকাল রাতে ওদের লোকজন আমার ভাইকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে৷ আমি এই ঘটনায় ওদের কঠোর শাস্তি দাবি করছি৷ এদিকে মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, আজ সকাল থেকেই এলাকায় রয়্যাল ও ফয়েলের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ পুলিশ তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page