লক্ষ টাকার জালনোট সহ এসটিএফের জালে তিন যুবক
৯৯ হাজার ৫০০ টাকার জালনোট সহ তিনজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম রাহুল কুমার (২৬), বাবুল শেখ (২৮) ও লালু শেখ (২২)। রাহুলের বাড়ি বিহারের মোজাফফরপুরে। বাবুল ও লালু কালিয়াচকের চরবাবুপুর এলাকার বাসিন্দা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, জালনোট আদান-প্রদানের খবর আগে থেকেই এসটিএফের কাছে ছিল। গতকাল সন্ধেয় রথবাড়ি এলাকায় জালনোট নিয়ে রথবাড়ি এলাকায় হাজির হয়েছিল তিন যুবক। সেই সময় হাতেনাতে তিন যুবককে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ৯৯ হাজার ৫০০ টাকার ভারতীয় জাল নোট এবং ৪৬ হাজার টাকার আসল ভারতীয় নোট। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার।
এই চক্রে আর কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের আজ ইংরেজবাজার থানার পুলিশের মাধ্যমে পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ পচা ডিম দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments