থার্ড ওয়েভের আগে পরিকাঠামো দেখতে মালদায় বিশেষ টিম
করোনার তৃতীয় ঢেউ আসার আগে মালদা মেডিকেল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখল রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। আজ দুপুরে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরে করোনা ওয়ার্ড খতিয়ে দেখেন তাঁরা।
করোনার তৃতীয় হামলা আরও বেশি ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ ছাড়ানোর আশঙ্কা বেশি। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রস্তুতি শুরু হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে। করোনার তৃতীয় হামলা রুখতে পরিকাঠামো তৈরি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
আজ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই পরিকাঠামো পরিদর্শনে আসেন রাজ্য স্বাস্থ্য দফতরের দু’জনের এক প্রতিনিধি দল। মেডিকেল কলেজের করোনা ওয়ার্ড, শিশুদের জন্য তৈরি পিকু ইউনিট ও অক্সিজেন প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শনের পর প্রতিনিধিদলের কর্তা জানান, এখানে পরিকাঠামো ঠিকঠাকই রয়েছে। তবে কিছু বেড এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন। সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দফতরকে জানানো হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios